বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জার্মানির গভীর শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জার্মানি। একই সঙ্গে প্রয়াত এই নেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ–জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশটি।
মঙ্গলবার এক শোকবার্তায় ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী সরকারপ্রধান ও বিএনপির দীর্ঘদিনের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানায়।
শোকবার্তায় বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
প্রয়াত নেত্রীর সঙ্গে জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্কের স্মৃতিচারণ করে দূতাবাস জানায়, গত কয়েক দশকে বেগম খালেদা জিয়ার সঙ্গে জার্মানির নানামুখী সম্পৃক্ততা ছিল। এর মধ্যে ২০০৪ সালে ঢাকায় সফরকালে জার্মানির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জোশকা ফিশারের সঙ্গে তার বৈঠক এবং ২০১১ সালে রাষ্ট্রীয় সফরে জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সঙ্গে সাক্ষাৎ বিশেষভাবে উল্লেখযোগ্য।
এছাড়া বিভিন্ন সময়ে জার্মানির আরও একাধিক ঊর্ধ্বতন প্রতিনিধির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়।
বার্তায় আরও বলা হয়, এই শোকের মুহূর্তে জার্মানি বাংলাদেশের জাতীয় জীবনে বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তার পরিবার, রাজনৈতিক দল ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
শোকবার্তার শেষাংশে জার্মানি বাংলাদেশ–জার্মানির দীর্ঘদিনের বন্ধুত্ব অটুট রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে