জাল নথিযুক্ত ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে: জার্মান দূতাবাস
যেকোনো ভিসা আবেদনে জাল বা ভুয়া নথি পাওয়া গেলে তা সরাসরি প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ জার্মান দূতাবাস। বুধবার (১১ জুন) জারি করা এক বিবৃতিতে দূতাবাস আবেদনকারীদের প্রতারক এজেন্টদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার জার্মান দূতাবাস সকল ভিসা আবেদনকারীকে আবেদন জমা এবং প্রক্রিয়াকরণে সহায়তা দাবি করে এমন প্রতারক এজেন্টদের সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ করছে। ভিসার প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্যের জন্য দয়া করে আমাদের ওয়েবসাইট অথবা আমাদের অফিসিয়াল পরিষেবা প্রদানকারী ভিএফএস’এর ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হচ্ছে।
জার্মান দূতাবাস স্পষ্ট করে যে, কোনো ভিসা সহায়তা এজেন্টের সঙ্গে তাদের সংযোগ নেই। দূতাবাস আরও জানায়, আবেদন প্রক্রিয়ায় সহায়তা করার জন্য এজেন্ট নিয়োগ করা বৈধ হলেও এটি আবশ্যক নয়। এর পাশাপাশি উচ্চ ফি নিয়ে কর্মসংস্থান অনুমতি বা অন্যান্য ভিসা-সংক্রান্ত নথি সরবরাহের দাবি করা এজেন্টদের ওপর নির্ভর না করতে বলা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে