Views Bangladesh Logo

পুনর্গঠনের এই সময়ে বাংলাদেশ বিপুল সম্ভাবনা অর্জন করবে, আশা জার্মান রাষ্ট্রদূতের

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, পুনর্গঠনের এই সময়ে বাংলাদেশ তার বিপুল সম্ভাবনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের পর সোমবার রাষ্ট্রদূত আরও বলেন, ‘জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে; আমরা এই পথে একসঙ্গে চলতে থাকব।’

এর আগে বঙ্গভবনে অনুষ্ঠিত পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রদূত লোটজের বাংলাদেশে দায়িত্ব পালন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ইভানা লোটজও।

বাংলাদেশি জনগণের আন্তরিকতা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ‘আতিথেয়তা বাংলাদেশের হৃদয়ে রয়েছে। এখানে রয়েছে আস্থা, উদারতা এবং অন্যদের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি। বাংলাদেশের জনগণের এই মনোভাব সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও রাষ্ট্রদূত লোটজ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা করেন। আলোচনায় গণতন্ত্র ও মানবাধিকার সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, এবং পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে।

ঢাকাস্থ জার্মান দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, উভয় নেতা এসব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রাষ্ট্রদূত লোটজের তিন দশকেরও বেশি সময়ের কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে, যা এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে বিস্তৃত। তিনি করাচিতে কনসাল জেনারেল, দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, সার্বিয়া ও আফগানিস্তানে উপমিশন প্রধান, এবং তুরস্ক, কসোভো, মেক্সিকো, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এর পাশাপাশি তিনি বার্লিনে জার্মান ফেডারেল ফরেন অফিস, ভিয়েনায় জার্মান ওএসসিই মিশন এবং প্রিশটিনায় আন্তর্জাতিক বেসামরিক অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ ছাড়াও মানবাধিকার, অভিবাসন, অর্থনৈতিক নীতি ও সংঘাত নিরসনে তার বিশেষ দক্ষতা রয়েছে।

রাষ্ট্রদূত লোটজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স এবং ফ্রাই ইউনিভার্সিটেট বার্লিন থেকে আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি বার্লিন, লসান ও লিওনে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও সার্বিয়ান ভাষায় দক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ