Views Bangladesh Logo

জেন-জিদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু : জরিপ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জরিপে তরুণ ভোটারদের সর্বোচ্চ রেটিং পেয়ে জনপ্রিয় নেতা হয়েছেন বলে জানিয়েছে পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস)। এটি ছিল পিইপিএস এর দ্বিতীয় পর্যায়ের ফলাফল।

ইনোভিশন কনসালটিং পরিচালিত এ জরিপটি বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার বাংলাদেশ জাতীয় আর্কাইভস মিলনায়তনে উপস্থাপন করা হয়। ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগ, ৬৪টি জেলা ও ৫২১টি নমুনা ইউনিটজুড়ে ১০ হাজার ৪১৩ জন যোগ্য ভোটারের অংশগ্রহণে এই জরিপ পরিচালিত হয়।

প্রশ্নপত্রে অংশগ্রহণকারীদের নেতাদের ৫টি ব্যান্ডে রেটিং দিতে বলা হয়েছিল। সেগুলো হলো ১০০%, ৭১–৯৯%, ৫০–৭০%, ১–৪৯% এবং ০%।

জেন জি ভোটারদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বাধিক পূর্ণ রেটিং (১০০%) পেয়েছেন। তাদের মধ্যে ২০.৮% তাকে সর্বোচ্চ রেটিং দিয়েছেন।

এই প্রজন্মের ভোটারদের মধ্যে শহীদ জিয়াউর রহমান দ্বিতীয় স্থানে (১৫.৫%), খালেদা জিয়া তৃতীয় স্থানে (১০.৬%), শেখ হাসিনা (৮.৬%) এবং হুসেইন মুহাম্মদ এরশাদ (৪.৪%) রেটিং পেয়েছেন।

মিলেনিয়াল ভোটারদের ক্ষেত্রে জিয়াউর রহমান সামান্য এগিয়ে আছেন। তাদের মধ্যে ২৩.৮% তাকে পূর্ণ রেটিং দিয়েছেন, যেখানে বঙ্গবন্ধু পেয়েছেন ২২.৯%। খালেদা জিয়া পেয়েছেন ১৪.৪%, শেখ হাসিনা ৯.১% এবং এরশাদ ৫.১%।

সব প্রজন্মের ভোটারদের মধ্যে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে পাওয়া গেছে। প্রায় অর্ধেক উত্তরদাতা প্রত্যেককে ৭০% বা তার বেশি রেটিং দিয়েছেন। বিশেষ করে ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সী ভোটারদের কাছ থেকে তাদের প্রতি সর্বাধিক সমর্থন এসেছে।

অন্যদিকে, শেখ হাসিনা সর্বাধিক শূন্য-স্কোর পেয়েছেন। সব মিলিয়ে ২১.৬% উত্তরদাতা তাকে ০ রেটিং দিয়েছেন।

দ্বিতীয় স্থানে আছেন এরশাদ (১৩.৭%)। বঙ্গবন্ধু পেয়েছেন ৮.৮% শূন্য-স্কোর। এ ক্ষেত্রে সবচেয়ে কম শূন্য রেটিং পেয়েছেন খালেদা জিয়া (৫.৬%) ও জিয়াউর রহমান (৪.৪%)।

পিইপিএস হলো ইনোভিশনের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ। ঢাকা-ভিত্তিক এই গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠানটি গত ১৭ বছরে ২২টিরও বেশি দেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নসংক্রান্ত প্রকল্পে কাজ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ