Views Bangladesh Logo

মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে আগুনের ঘটনায় থানায় জিডি

রাজবাড়ীর পাংশা উপজেলার তারাপুর কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত অংশে অগ্নিসংযোগের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার রাতে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মো. সবুজ হোসেন বাদী হয়ে জিডিটি করেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ঘটনাটি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মুক্তিযোদ্ধাসহ বক্তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম। ওসি ও ইউএনও—উভয়েই দ্রুত তদন্ত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব নজরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, “বিজয়ের মাসে এমন ঘৃণ্য কাজ কারা করতে পারে? স্বাধীনতাবিরোধী মানসিকতা ছাড়া এমন ঘটনা সম্ভব নয়।”

ইউপি চেয়ারম্যান সবুজ হোসেন জানান, “মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে আগুন দেওয়া অত্যন্ত জঘন্য অপরাধ। থানায় জিডি করেছি, আশা করি দ্রুত দায়ীদের চিহ্নিত করা হবে।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার ভোরে ফজরের নামাজে আসা মুসল্লিরা কবরস্থানে আগুন দেখতে পান। মসজিদের মুয়াজ্জিন শহিদুল ইসলাম মাইকিং করে এলাকাবাসীকে খবর দিলে মুসল্লি, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাঁশ ও প্লাস্টিকের বেড়া পুড়ে যায়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে পেট্রল ও কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে ইউএনও, পুলিশ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাংশা থানার ওসি শেখ মইনুল ইসলাম বলেন, “রাতে থানায় যোগ দিতেই এমন ন্যাক্কারজনক ঘটনার কথা জানি। আমি নিজে তদন্ত করছি। দ্রুতই সত্য উদ্‌ঘাটন ও দায়ীদের গ্রেপ্তার করতে পারব।”

ইউএনও রিফাতুল হক বলেন, “ঘটনাটি অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত হচ্ছে। একই সঙ্গে কবরস্থানটি ঘিরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ