গাজীপুরে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের চান্দনা চৌরাস্তা কাঁচাবাজারে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে বাজারের অন্তত ৩০ থেকে ৩৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ কাঁচাবাজার এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ভোগরা ফায়ার সার্ভিসের তিনটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে