গাজীপুরের কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কারখানায় বুধবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন ছড়িয়ে পড়ায় জয়দেবপুর ও শ্রীপুরসহ মোট ৭টি ইউনিট এতে যুক্ত হয়।
দুই ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কারখানার ভেতর থেকে আগুনের লেলিহান শিখা এবং ঘন ধোঁয়া বের হতে দেখা যায়, যা মুহূর্তেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে