Views Bangladesh Logo

শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি জমি অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনের বিরুদ্ধে আদালতে হাজিরার নির্দেশ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

এই গেজেটে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে এবং তারা আত্মগোপনে রয়েছেন বলে আদালতের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। ফলে ১৯৫৮ সালের ‘ক্রিমিনাল ল’ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’-এর ৬(১৩) ধারা অনুযায়ী আগামী নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় অনুপস্থিতিতেই মামলার বিচারকাজ চালানো হবে।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব ১ জুলাই গেজেট প্রকাশের আদেশ দেন, যা ৩ জুলাই বিজি প্রেস থেকে প্রকাশিত হয়। মামলাগুলোর পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ২০ জুলাই।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে জানান, প্লট বরাদ্দে অনিয়মের ছয়টি মামলায় আদালতের নির্দেশে গেজেট প্রকাশিত হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা আদালতে উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু হবে।

২০২৪ সালের ১২ থেকে ১৪ জানুয়ারির মধ্যে দুর্নীতির অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, পুতুল ও আজমিনা সিদ্দিকসহ মোট ১০০ জনের বিরুদ্ধে। মামলাগুলো দায়ের করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।

তদন্ত শেষে ১০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে চার্জশিট জমা দেন, যেখানে দেখা যায় কিছু মামলায় প্রাথমিকভাবে ৮ থেকে ১৬ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে অধিকাংশ মামলায় ১৮ জন পর্যন্ত আসামি অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলাগুলোর মধ্যে কেউ কেউ প্রধান আসামি হিসেবে শেখ হাসিনা, আবার কেউ কেউ শেখ রেহানা, রাদওয়ান বা আজমিনা সিদ্দিককে চিহ্নিত করেছেন।

এছাড়া এসব মামলায় সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে একাধিক ব্যক্তিকে, যার ভিত্তিতে তদন্তকারীরা তাদের অভিযোগের পক্ষে যথেষ্ট তথ্য-প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন।

এই ছয়টি মামলায় ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পত্তি আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একাধিক ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হচ্ছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ