ফ্যাসিবাদ ও মৌলবাদ ঠেকাতে নিঃস্বার্থ রাজনীতির আহ্বান গয়েশ্বরের
ফ্যাসিবাদ ও মৌলবাদের উত্থান ঠেকাতে রাজনীতিবিদদের নিঃস্বার্থভাবে জনগণের জন্য রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রিসার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন (হিউরাফ) আয়োজিত ‘জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, এমপি-মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না। যদি সত্যিই গণতন্ত্র উপহার দিতে চান, তাহলে আগে নিজের স্বার্থ ত্যাগ করুন। তাহলেই ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।
ভারতের দালাল বলে বিএনপিকে অভিযুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, তারাই এখন নতুন বৈষম্যের জন্ম দিচ্ছেন।
আলোচনায় তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন লেখা নেই। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ লেখা আছে ৯০ দিন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল। যতদিন থাকবে, ততদিন এটা বৈধ। যদি তাই না হয়, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা পূরণে তাদের কেন সময় হয় না। যদি তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনে নির্বাচন অনুষ্ঠিত করতে পারে তাদের (অন্তর্বর্তী সরকার) দুই বছর লাগে কেন?
এছাড়াও তিনি ৩১ দফা দাবির প্রসঙ্গ টেনে বলেন, যারা এখন পিআর কথা বলছেন, তারা ৩১ দফায় এ নিয়ে কোনো কথা বলেননি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে