সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬
সিদ্ধিরগঞ্জে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। বিস্ফোরণে আহত আরও দুইজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে আহত সালমা বেগম মারা যান। আর ১৭ বছর বয়সী তানজিলা আখতার তিশা প্রায় দুপুর ১২টার দিকে মারা যান। দুজনেই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন।
ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল গত শুক্রবার (২২ আগস্ট) ভোর ৩:৩০টার দিকে পূর্ব পাইনাডি এলাকায়। কর্মকর্তাদের মতে, বিস্ফোরণের কারণ ছিল তিতাস গ্যাস লাইনের ফুটো। যার কারণে বিশাল আগুনের সৃষ্টি হয়।
বিস্ফোরণে দুইটি সংলগ্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ার ফলে নারী ও শিশুসহ নয়জন দগ্ধ হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে