Views Bangladesh Logo

পোশাক শ্রমিকদের কুড়িল সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

রাজধানীর কুড়িল এলাকায় ইউরোজোন ফ্যাশনস নামের একটি পোশাক কারখানার শত শত শ্রমিক বকেয়া বেতন ও ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ব্যস্ত বাড্ডা-উত্তরা রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ শুরু করে।

পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার দিকে প্রায় ৫০০ শ্রমিক কারখানার সামনে কুড়িল সড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে কুড়িল ও বাড্ডার মধ্যে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

যানজট এড়াতে গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুক পোস্টে কয়েকটি বিকল্প পথের নির্দেশনা দিয়েছে। খিলক্ষেত থেকে আসা যানবাহনগুলোকে ফ্লাইওভার এড়িয়ে মহাখালী ও বনানীর দিকে যাওয়ার জন্য নিচের সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া, রামপুরা থেকে কুড়িলের দিকে যাওয়া গাড়িগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১ ও গুলশান-২ দিয়ে উত্তরায় যেতে পারবে। যারা রামপুরার দিকে যেতে চান, তারা কুড়াতলি হয়ে মহাখালী-কাকলি, আমতলি বা তেজগাঁও করিডোর ব্যবহার করতে পারেন।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, ‘দুপুর ১টা পর্যন্ত সড়কটি শ্রমিকদের অবরোধে ছিল এবং সব যানবাহন আটকে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তারা শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ