Views Bangladesh Logo

শিক্ষক ফাতেমা আক্তারের মৃত্যু: সরকারের ভূমিকার তীব্র নিন্দা গণসংহতি আন্দোলনের

 VB  Desk

ভিবি ডেস্ক

ণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক ফাতেমা আক্তারের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে অংশ নিয়ে শিক্ষক ফাতেমা আক্তার ৮ নভেম্বর শাহবাগে সাউন্ড গ্রেনেডের শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করে আইসিউতে নেওয়া হয়। ধীরে ধীরে তার কথা বলা বন্ধ হয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পর তিনি মারা যান। নেতৃবৃন্দ বলেন, এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে তারা আরও বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার বদলে পুলিশের সাউন্ড গ্রেনেড হামলা অত্যন্ত দুঃখজনক। জুলাই গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে সরকার ও পুলিশের এমন আচরণ পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়। তারা অবিলম্বে এ হামলার নির্দেশদাতা ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষক ফাতেমা আক্তারের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে এবং তার দুই সন্তানসহ পুরো পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ