Views Bangladesh Logo

জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাতে সরকারকে স্বাগত জানিয়েছে গণজাগরণ মঞ্চ

 VB  Desk

ভিবি ডেস্ক

যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলামি ও তাদের সন্ত্রাসী সংগঠন ইসলামি ছাত্রশিবিরসহ দলটির সকল অঙ্গসংগঠনের রাজনীতি নিষিদ্ধ করে আজ ০১ আগস্ট (বৃহস্পতিবার) যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার, তাকে স্বাগত জানায় গণজাগরণ মঞ্চ।

২০১৩ সালের শাহবাগ আন্দোলনের ৬-দফা দাবির মধ্যে অন্যতম ছিল জামাত-শিবিরসহ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা। আন্দোলনের দীর্ঘ এক দশকেরও অধিক সময় পর জামাত-শিবিরের ধারাবাহিক নজিরবিহীন সহিংসতা ও জঙ্গি অপতৎপরতার ভয়াবহতা, যা গণজাগরণ মঞ্চ বারবার সরকারের কাছে সপ্রমাণ উপস্থাপন করেছে, তা সরকার আজ সম্যকভাবে উপলব্ধি করতে পেরেছে। কিন্তু এর মধ্যেই জামাত-শিবিরের নেতৃত্বে দেশে ঘটে গেছে নানা সহিংসতা, জঙ্গীসন্ত্রাস ও প্রাণহানি।

তবে সময়ের ব্যবধানে আজ যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে বাংলাদেশ, তাতে এই যুদ্ধাপরাধী দলটির রাজনীতি নিষিদ্ধই যথেষ্ট নয়। গণজাগরণ মঞ্চের ছয়দফার অন্যতম আরেকটি দাবি ছিল এই সংগঠনের গড়ে তোলা মৌলবাদের অর্থনীতির যে বিশাল সাম্রাজ্য, সে বিষয়ে তদন্ত করা।

জামাত-শিবিরের অপরাজনীতি যে ভয়াবহ জঙ্গীবাদের জন্ম দিয়েছে, তার নিষ্ঠুর শিকার হয়েছে গণজাগরণ মঞ্চের সহযোদ্ধাগণ। ব্লগার ও মুক্তচিন্তার মানুষ হত্যার যে রাজনীতি করে গেছে জামাত, তার পরিপূর্ণ বিচার আজও হয়নি।

গণজাগরণ মঞ্চ দাবি জানায়, অবিলম্বে ব্লগার হত্যার বিচার সম্পন্ন করতে হবে এবং রায় কার্যকর করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ