Views Bangladesh Logo

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রোববার পূর্ণদিবস কর্মবিরতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল আন্দোলনের সময় উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এ ঘটনার প্রতিবাদে ও দায়ীদের শাস্তির দাবিতে রোববার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় লিখিত বক্তব্যে ফোরামের সভাপতি এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই এই কর্মসূচির আওতায় থাকবেন।

এর আগে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা দুই উপ-উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। তারা ভেতরে প্রবেশ করতে না পেরে জুবেরী ভবনের দিকে এগিয়ে যান। এসময় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান সেখানে গেলে শিক্ষার্থীরাও স্লোগান দিতে দিতে তাদের অনুসরণ করেন।

জুবেরী ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা বাধা দেয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে উপ-উপাচার্য দ্বিতীয় তলায় চলে গেলে আন্দোলনকারীরা তাকে সেখানে অবরুদ্ধ করে রাখেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ