Views Bangladesh Logo

এশিয়া কাপ ২০২৫-এর পূর্ণ সূচি ঘোষণা

শিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ ২০২৫-এর পূর্ণ সূচি প্রকাশ করেছে। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

শনিবার (২৬ জুলাই) এ ঘোষণা দেন এসিসি চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মোহসিন নকভি। তিনি জানান, দুবাই ও আবুধাবি মিলিয়ে ১৯টি ম্যাচের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ তাদের এশিয়া কাপ ২০২৫ যাত্রা শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি।

গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, ইউএই ও ওমান। গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। এসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি দল ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারবে।

বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবারও মুখোমুখি হতে পারে সুপার ফোর পর্বে।

মোহসিন নকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এএসি পুরুষ এশিয়া কাপ ২০২৫ আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আমরা দুর্দান্ত এক ক্রিকেট প্রতিযোগিতার অপেক্ষায় আছি।’

টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় ২৪ জুলাই অনুষ্ঠিত এসিসি সভায়। সেখানে ২৫টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন।

সুপার ফোর সম্ভাব্য সূচি:

২০ সেপ্টেম্বর – গ্রুপ বি বিজয়ী বনাম গ্রুপ বি রানার্সআপ

২১ সেপ্টেম্বর – গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ এ রানার্সআপ

২৩ সেপ্টেম্বর – গ্রুপ এ রানার্সআপ বনাম গ্রুপ বি বিজয়ী

২৪ সেপ্টেম্বর – গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি রানার্সআপ

২৫ সেপ্টেম্বর – গ্রুপ এ রানার্সআপ বনাম গ্রুপ বি রানার্সআপ

২৬ সেপ্টেম্বর – গ্রুপ এ বিজয়ী বনাম গ্রুপ বি বিজয়ী

এবার এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ