Views Bangladesh Logo

ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমভাগেই জাতীয় নির্বাচন সম্ভাব: ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই ভোট আয়োজন সম্ভব।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসির কোনো প্রতিবন্ধকতা নেই। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন। ভোটের জন্য প্রয়োজনীয় প্রায় সব কাজই শেষ হয়েছে।'

ইসি সূত্রে জানা গেছে, বিদেশ থেকে আমদানি করা অমোচনীয় কালি এসে পৌঁছেছে। এটি নির্বাচনের প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'শান্তিপূর্ণ পরিবেশ শুধু নির্বাচনের জন্য নয়, দেশের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতার জন্যও অপরিহার্য। রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করেছে, ফলে ইতোমধ্যেই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সবাই মাঠে নামলে পরিবেশ আরও উন্নত হবে বলে আমরা বিশ্বাস করি।'

তিনি আরও বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকার ও গণতান্ত্রিক ধারাবাহিকতা ছাড়া দেশে টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতা আসবে না। তাই এবারের নির্বাচন অবশ্যই সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে হবে।'

পূর্বের নির্বাচনে অনিয়মের কারণে জনগণের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠাই বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। 'ভালো নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। দেশের স্বার্থে ও জনগণের আস্থা পুনরুদ্ধারের জন্য একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য,' যোগ করেন তিনি।

ইসি সচিবালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, নভেম্বরের মধ্যেই নির্বাচনী উপকরণ সংগ্রহ, আইন সংশোধন ও ভোটার তালিকা হালনাগাদসহ সব প্রস্তুতি সম্পন্ন হবে। ডিসেম্বরের শুরুতেই নির্বাচন তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত দুই মাসে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ