কারওয়ান বাজারে এডিসিকে ছুরিকাঘাত করা সেই ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে (এডিসি) ছুরিকাঘাতের ঘটনায় পলাতক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ।
মঙ্গলবার ডিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রিপন (৩০)। সোমবার সন্ধ্যায় ডিবির তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে তেজগাঁও থানায় আরও চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ১২ আগস্ট সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে গেলে সে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে যাচ্ছিলেন ডিএমপির প্রটেকশন বিভাগের এডিসি (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা।
তিনি ছিনতাইকারীকে পালাতে দেখে গাড়ি থেকে নেমে আটকের চেষ্টা করলে ছিনতাইকারীর হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। এতে এডিসি রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়। পরে এ ঘটনায় তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে