ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে কুপিয়ে হত্যা, রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ
ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমির মাঠে এক বন্ধু অন্য বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকারী নিজেই রক্তমাখা ‘চাইনিজ কুড়াল’ হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুনতাসীর ফাহিম ত্রিশাল পৌরশহরের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা এবং রেজাউল ইসলাম বাদলের ছেলে। অভিযুক্ত অনিক মন্ডল একই এলাকার জহিরুল মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে অনিক ধারালো কুড়াল দিয়ে ফাহিমের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। পরে রাত ৯টার দিকে অনিক সেই কুড়াল হাতে থানায় গিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেন। পুলিশ তাকে হেফাজতে নেয় এবং ঘটনার স্থানে ফাহিমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, ফাহিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীর উপযুক্ত বিচার দাবি করছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মুস্তফা রুবেল জানিয়েছেন, ব্যক্তিগত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে