খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে পৌঁছালেন চীনের আরও এক বিশেষজ্ঞ দল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সহায়তায় চীনের চার সদস্যের আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছে। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তারা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বিএনপি মহাসচিব হাসপাতালে গিয়ে তাদের স্বাগত জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চীনা চিকিৎসকদের মধ্যে রয়েছেন— চি জিয়ানফান, ইয়ান ঝি, ঝং ইউহি ও ম্যাং হং ও। এর আগে একই দিন সকালে লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। তিনি এসে ইতিমধ্যে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন।
২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এভারকেয়ারের বিশেষজ্ঞরা তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
চলমান বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরাও— জন হপকিনস বিশ্ববিদ্যালয়, লন্ডন ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি চিকিৎসায় অংশ নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এভারকেয়ারের মেডিকেল বোর্ডে রয়েছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকরা— অধ্যাপক এফএম সিদ্দিকী, নুরুদ্দিন আহমেদ, এ কিউ এম মহসিন, শামসুল আরেফিন, জিয়াউল হক, মাসুম কামাল, এজেডএম সালেহসহ আরো অনেকে।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হৃদ্যন্ত্র, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। লন্ডন ক্লিনিক তাঁর লিভার প্রতিস্থাপন ঝুঁকিপূর্ণ বিবেচনা করে তা করেনি।
চিকিৎসকরা জানান, তাঁর স্বাস্থ্য এখনো ‘গুরুতর’। কোনো একটি সমস্যা সামান্য ঠিক হলে অন্যটি আবার জটিল হয়ে উঠছে। পরবর্তী কয়েক দিন তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তাঁরা মনে করছেন। তবে ইতিবাচক দিক হলো— তিনি চিকিৎসা সাড়া দিচ্ছেন, ওষুধ কাজ করছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব ছড়ানোর বিষয়টি চিকিৎসকেরা ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। খালেদা জিয়ার পরিবার ও দল থেকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে