Views Bangladesh Logo

রোহিঙ্গাদের আরও ৯৬ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

 VB  Desk

ভিবি ডেস্ক

রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ৯৬ মিলিয়ন (৯ কোটি ৬০ লাখ) মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন মার্কিন ডলার নতুন অনুদান ঘোষণা করে।

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করে এবং তাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়।

এ ছাড়াও দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের ‘একমাত্র শান্তিপূর্ণ সমাধান’ হিসেবে প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে সাত দফা পদক্ষেপের প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

অধ্যাপক ইউনূস বলেন, “অর্থায়ন কমে আসায় প্রত্যাবাসন শুরু করাই একমাত্র শান্তিপূর্ণ বিকল্প।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ