ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে (Jean-Marc Séré-Charlet) বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফরাসী ন্যাশনাল পুলিশ ও জেন্ডারমেরির সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সহযোগিতা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ইস্যু এবং পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের সামগ্রিক সক্ষমতা উন্নয়নের ধারাবাহিক কার্যক্রম তুলে ধরে বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্য পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ সব ধরনের প্রস্তুতির কথা জানান। এছাড়া বিদেশী পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রটোকল গৃহীত হয়েছে।
রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, অপরাধ তদন্ত, প্রশিক্ষণ প্রদান এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে উভয় দেশের পুলিশ বাহিনীর সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ফ্রান্স নিরাপত্তা খাতে প্রযুক্তিগত সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়কে আরও সুসংহত করতে আগ্রহী।
এছাড়া বৈঠকে মানবাধিকার, গণতান্ত্রিক পুলিশি ব্যবস্থার মূলনীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও আলোচনা করা হয়। সাক্ষাতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে