Views Bangladesh Logo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয়: রিজভী

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয়।

বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত কমিটির সভা-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নানা ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। কিন্তু নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। বিএনপি গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং এখনও করছে।’

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘ইভিএম ব্যবহার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু নতুন করে পিআর পদ্ধতির মাধ্যমে পুরো নির্বাচনী কাঠামো পরিবর্তনের চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘জনগণের ওপর নতুন পদ্ধতি চাপিয়ে দেওয়ার অযৌক্তিক। সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতি চালু করা সম্ভব নয়। সংবিধান সংশোধন করতে পারে কেবল একটি নির্বাচিত সংসদ। এখনকার সংসদ জনগণের নির্বাচিত নয়।’

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। ওই দিন দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ