Views Bangladesh Logo

আতিফ আসলামের কনসার্টের টিকিটের টাকা ফেরত না দেয়ায় প্রতারণার অভিযোগে মামলা

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট স্থগিতের পর গ্রাহকদের টিকিটের টাকা ফেরত না দেওয়ায় প্রতারণার অভিযোগে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে মামলার আবেদন করেন আইনজীবী আহসান হাবীব ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বাদী আহসান হাবীব ভূঁইয়া জানান, আদালত মামলাটি আমলে নিয়ে এ আদেশ দিয়েছেন। মামলায় প্রতিষ্ঠান হিসেবে চলঘুরি লিমিটেডকে আসামি করা হয়েছে। ব্যক্তি আসামি চারজন হলেন—চলঘুরি লিমিটেডের চেয়ারম্যান প্রমি ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল, মেইন স্টেজের স্বত্বাধিকারী কাজী রাফসান এবং মারভেলের প্রতিষ্ঠাতা ব্রিতি সাবরিন খান।

মামলার অভিযোগে বলা হয়, ‘মেইন স্টেজ ইনক’ নামের একটি ফেসবুক আইডি থেকে ১৩ ডিসেম্বর আতিফ আসলামের কনসার্ট আয়োজনের বিজ্ঞাপন দেওয়া হয় এবং বিভিন্ন ক্যাটাগরির টিকিট বিক্রি করা হয়। বাদী গত ১৯ নভেম্বর কনসার্টের পাঁচটি টিকিট কিনে মোট ২৮ হাজার ৮৪৪ টাকা পরিশোধ করেন। তবে ১২ ডিসেম্বর আসামিরা ফেসবুক পেজে জানায়, সরকারের অনুমতি না পাওয়ায় কনসার্টটি স্থগিত করা হয়েছে।

মামলায় ছয়জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে, যাঁরাও বিভিন্ন মূল্যের টিকিট কিনেছিলেন। অভিযোগে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার কথা উল্লেখ করা হয়।

জানা গেছে, ১৩ ডিসেম্বর পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে কনসার্টটি আয়োজনের কথা ছিল। এর আগে ১১ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে আতিফ আসলাম জানান, প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র ও লজিস্টিকস সংক্রান্ত প্রস্তুতি না থাকায় তাঁরা নির্ধারিত তারিখে ঢাকায় পারফর্ম করবেন না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ