Views Bangladesh Logo

সোনারগাঁওয়ে গ্যাস বিস্ফোরণে চারজন দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ভাড়া বাড়িতে গ্যাস চুলার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

ঘটনাটি সোমবার (৬ ডিসেম্বর) ভোর ৪:৩০টার দিকে উপজেলার পাটাত্তা গ্রামের একটি বাড়িতে ঘটে।

দগ্ধদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে আছেন আলাউদ্দিন (৩৫), তার কন্যা শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪), এবং তার মা জরিনা বেগম (৬৫)।

আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, আলাউদ্দিন যখন বাথরুমে গিয়েছিলেন, তখন রান্নাঘরে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পরিবারের অন্যদের উপর। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রেসিডেন্ট সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আলাউদ্দিনের দগ্ধের পরিমাণ ৪০%, শিফার ১২%, সিমলার ৩০% এবং জারিনার ২০%।

বর্তমানে চারজনই হাসপাতালে ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ