Views Bangladesh Logo

নুরাল পাগলার মাজারে পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও চারজন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মাজারে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরিফ আল রাজিব।

গ্রেপ্তাররা হলেন—ফকিরপাড়া গ্রামের হেলাল উদ্দিন শেখের ছেলে সাইফুল ইসলাম শুভ (১৯), জুরান মোল্লাপাড়ার আব্দুল মালেক ফকিরের ছেলে সাগর ফকির (২১), আদর্শগ্রামের সালামের ছেলে বিল্লু এবং ফরিদপুরের দিঘিরচর এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফেরদৌস সরদার (৩৬)।

পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার কর্মীরা নুরাল পাগলার মাজারে হামলা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে হামলা হয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হন, যাদের মধ্যে পুলিশের সদস্যও রয়েছেন। এ ঘটনায় একজন নিহত হন।

ঘটনার পর রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। নতুন গ্রেপ্তার চারজনকে ওই মামলার আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের আদালতে হাজিরের প্রস্তুতি চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ