ধানমন্ডিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর ধানমন্ডিতে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে ইবনে সিনা হাসপাতাল ও মাইডাস সেন্টারের সামনে দুটি করে মোট চারটি ককটেল বিস্ফোরণ হয়।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। তিনি বলেন, 'ঘটনাটি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
এর আগে ভোরে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র ভেতর ও সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। দুটি ককটেল বিস্ফোরিত হলেও কেউ আহত হননি।
পুলিশ জানিয়েছে, রাজধানীর এসব বিস্ফোরণের পেছনে কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে নগরজুড়ে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে