Views Bangladesh Logo

বিলে শাপলা তুলতে গিয়ে চার শিশুর মৃত্যু

মেহেরপুরে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সদর উপজেলার বারাদি মশুরি ভাজা বিলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো—রাজনগর গ্রামের মল্লিকপাড়ার আব্দুস সামাদের মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া (১০), ইসা আলীর মেয়ে মিম (১৪) এবং সাহারুলের মেয়ে আলেয়া (১০)। ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী, আর আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

স্থানীয়রা জানায়, বিকেলে চার শিশুই বারাদি মশুরি ভাজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাদের খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন।

মেহেরপুর ফায়ার স্টেশন অফিসার শামিম রোজা বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ