Views Bangladesh Logo

মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, বিএনপির ৪ নেতা বহিষ্কার

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা ও সড়ক অবরোধের ঘটনায় বিএনপি স্বেচ্ছাসেবক দল ও যুবদলের চার নেতাকে বহিষ্কার করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, পৌর আহ্বায়ক মো. মামুন এবং সোনাইছড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর সীতাকুণ্ডের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সহিংসতা, সংঘর্ষ ও সড়ক অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, বহিষ্কৃত নেতারা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারী ছিলেন। তিনি চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হন তার সমর্থকেরা।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭টি আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ