Views Bangladesh Logo

১০০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন, ৩৩ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়নের দাবি

জাতীয় সংসদে ১০০টি নারী সংরক্ষিত আসন ও সরাসরি নির্বাচন চালুর দাবি জানিয়েছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। নারী প্রতিনিধিত্ব বাড়াতে সব রাজনৈতিক দলকে বাধ্যতামূলকভাবে কমপক্ষে ৩৩ শতাংশ নারী প্রার্থীকে মনোনয়ন দেয়ার বিধান তৈরিরও আহ্বান জানিয়েছে নবগঠিত ফোরামটি।

রোববার (৩১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে নারীদের জন্য ৫০টি সংরক্ষিত আসনের বিদ্যমান ব্যবস্থার সমালোচনা করে ফোরামের সংগঠকরা বলেন, ‘দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী হলেও সংসদে তাদের প্রতিনিধিত্ব মাত্র ৭ শতাংশের কাছাকাছি। এটি তাই নারীদের অর্থবহ রাজনৈতিক ক্ষমতা দিতে ব্যর্থ হয়েছে। সংরক্ষিত আসনগুলোতে অধিষ্ঠিত নারী সংসদ সদস্যরা ভোটারদের চেয়ে নিজ নিজ দলের কাছে মূলত দায়বদ্ধ থাকায় তাদের প্রভাবও সীমিত হয়’।

সংবাদ সম্মেলনে ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়। ফোরামভূক্ত সংগঠনগুলো হচ্ছে, ক্ষুব্ধ নারী সমাজ, গণসাক্ষরতা অভিযান, দুর্বার নেটওয়ার্ক ফাউন্ডেশন, নাগরিক কোয়ালিশন, নারী উদ্যোগ কেন্দ্র (নউক), নারী সংহতি, নারীপক্ষ, নারীর ডাকে রাজনীতি, ফেমিনিস্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ (ফ্যাব) ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র।

সংবাদ সম্মেলনে সামিনা লুৎফা, নাজিফা জান্নাত, সৈয়দা নীলিমা দোলা, মাহিন সুলতানা এবং তাসলিমা আখতারসহ নারী সংগঠকরা আগামী বছরের সংসদ নির্বাচনে ১০০টি সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, রাজনৈতিক দলগুলোকে কমপক্ষে ৩৩ শতাংশ নারী প্রার্থীকে বাধ্যতামূলক মনোনয়ন ও ধীরে ধীরে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিধান তৈরির প্রস্তাব দেন। রাষ্ট্রীয় তহবিলের সঠিক ব্যবহার ও সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতে নিরাপদ নির্বাচনী পরিবেশ গড়া এবং প্রান্তিক নারীদের পাশাপাশি জাতিগত সংখ্যালঘু, দলিত এবং প্রতিবন্ধীদের জন্যও সংরক্ষিত আসন ব্যবস্থা গড়ারও আহ্বান জানান তারা।

ফোরামের সংগঠকরা বলেন, ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কেবল অধিকারই নয়, গণতন্ত্রের অখণ্ডতা ও টেকসই রাজনৈতিক ব্যবস্থার জন্যও অপরিহার্য’।

তারা জোর দিয়ে বলেন, ‘নারীরা স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে সরাসরি নির্বাচিত হচ্ছেন। তাই নির্বাচনী এলাকা পুনর্গঠন না করে জাতীয় সংসদেও একই ধরনের সরাসরি নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন সম্ভব’।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ