Views Bangladesh Logo

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের জামিন আবেদন খারিজ

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে তার অসুস্থতার কথা বিবেচনায় নিয়ে হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেয়া হবে কি না, সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আদেশ দেয়া হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কামাল মজুমদারের আইনজীবী তার জামিন এবং উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন। তিনি কামাল মজুমদারকে পিজি হাসপাতালে রেখে তার চিকিৎসার জন্য আবেদন জানালেও তা সম্ভব হয়নি। আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে পর্যাপ্ত সিট নেই।

এর আগে গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে একাধিক মামলায় মামলায় বেশ কয়েকবার তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই সাক্ষ্যগ্রহণ চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ