সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম গ্রেপ্তার
‘মঞ্চ ৭১’ এর সঙ্গে গোপন আঁতাতের অভিযোগে সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ‘সরকারবিরোধী ষড়যন্ত্রের’ একটি মামলায় গ্রেপ্তার হন। একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়েছিল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানায়। তাদের মধ্যে ভূঁইয়া সফিকুল ইসলামও রয়েছেন।
পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। লতিফ সিদ্দিকী ও আবু আলম শহীদ খানের সঙ্গে তার গোপন আঁতাতের তথ্য পাওয়া গেছে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।’
ভূঁইয়া সফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। ২০১৫ সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে