সাবেক মুখ্যসচিব ও মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকী আর নেই
সাবেক মুখ্যসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকী আর নেই। সোমবার (৩ নভেম্বর) ভোরে গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার সকালে সরকারি তথ্য বিবরণীতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
ড. কামাল সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রশাসন ও নীতিনির্ধারণী অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে