Views Bangladesh Logo

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি হাজেরা সুলতানা আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য হাজেরা সুলতানা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা মোস্তফা আলমগীর রতন।

রতন জানান, ঢাকার একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে হাজেরা সুলতানার মরদেহ। তার একমাত্র কন্যাসন্তান রানা সুলতানা থাকেন কানাডায়। তিনি শনিবার দেশে ফিরবেন। এরপর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে হাজেরা খাতুনকে দাফন করা হবে। এ গ্রামেই ১৯৫০ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি।

হাজেরা সুলতানা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ নারীমুক্তি সংসদের সভাপতির দায়িত্বও পালন করছিলেন। ১৯৬৮ সালে কুমুদিনী কলেজ থেকে এইচএসসি পাসের পর সরকারি সা’দত কলেজে ভর্তি হন হাজেরা সুলতানা। ছাত্রজীবনেই ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং নিজেকে একজন নারী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৭০ সালে হাজেরা সুলতানা বিপ্লবী ছাত্র ইউনিয়নের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

১৯৭১ সালে মাতৃভূমিকে হানাদারমুক্ত করতে হাজেরা সুলতানা শুধু অস্ত্রই হাতে তুলে নেননি, একজন দক্ষ সংগঠক হিসেবে পুরো মুক্তিযুদ্ধে কাজ করেছেন। একাত্তরের মার্চে টাঙ্গাইলে পিটিআই মাঠে পাকিস্তানি পতাকা আনুষ্ঠানিকভাবে পোড়ানোর কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর কমিউনিস্ট বিপ্লবীদের উদ্যোগে টাঙ্গাইলের যমুনাচর এলাকায় কমান্ডার আব্দুল হালিমের (ইকবাল) নেতৃত্বে মুক্তিযুদ্ধে একটি সশস্ত্র বাহিনী গড়ে ওঠে। হাজেরা সুলতানা এখান থেকেই প্রশিক্ষণ নেন এবং সশস্ত্র বাহিনীর একজন অন্যতম নারী সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ