Views Bangladesh Logo

বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে রাজারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বাজার এলাকা দিয়ে মধ্যমপাড়া অতিক্রম করে রাজারমাঠে পৌঁছালে বিক্ষুব্ধরা সাবেক মন্ত্রীর বাসভবনে আগুন লাগিয়ে দেয়।

ছাত্র-জনতা হাদির মৃত্যুর জন্য বীর বাহাদুর উশৈসিংকে দায়ী করে তার গ্রেফতারের দাবি জানায়। পরে তারা বান্দরবান বাজারের ট্রাফিক মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশও করে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন বলেন, ইউনিটটি দীর্ঘ সময়ের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, গভীর রাতের ঘটনায় তদন্ত চলছে এবং জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ