কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সরওয়ার জাহান ঢাকায় গ্রেপ্তার
কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ.ক. ম সরওয়ার জাহান বাদশাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ অভিযানে নেতৃত্বদানকারী মোহাম্মদপুর থানার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এমপিকে গ্রেপ্তার করি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে হাজির করা হবে।’
এদিকে রাজধানীর ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সহযোগী নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য মিছিল করেছে। পুলিশ জানিয়েছে, এতে জড়িত কয়েকজন নেতাকে শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে অভিযান চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে