Views Bangladesh Logo

সাবেক আইজিপি বেনজীরের স্ত্রী–কন্যার আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী জিশান মির্জা এবং কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজীরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের কর ফাইল জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্ত জিশান মির্জা তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদান করে ১৬ কোটি ১ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং জ্ঞাত–আয়ের বাইরে ৩১ কোটি ৬৯ লাখ ৫৫ হাজার ১৪৯ টাকা মূল্যের স্থাবর–অস্থাবর সম্পদ ভোগদখলে রেখেছেন। একইভাবে অভিযুক্ত তাহসিন রাইসা বিনতে বেনজীর জ্ঞাত–আয়ের বাইরে ৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৮৫ টাকা মূল্যের সম্পদ ভোগদখলে রেখেছেন।

আবেদনে আরও বলা হয়, এসব অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সঠিক তদন্তের স্বার্থে তাদের আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথিপত্র জব্দ ও পর্যালোচনা করা অত্যন্ত জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ