গুলশান থানার সাবেক পরিদর্শক আমিনুল গ্রেপ্তার
ঢাকার গুলশান থানার সাবেক পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারেই তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট তিনি এখানে যোগ দেন। পরবর্তী সময়ে ঢাকার আদালতে তার নামে মামলা হয়। সেই মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বুধবার ট্রেনিং সেন্টারে পৌঁছায়।
অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ জানান, ওয়ারেন্ট হাতে পাওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিগগিরই তাকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে