Views Bangladesh Logo

না ফেরার দেশে চিত্রনায়িকা বনশ্রী

ব্বই দশকের আলোচিত ঢাকাই সিনেমার নায়িকা শাহিনা শিকদার বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৭৪ সালের ২৩ আগস্ট শিবচরের মাদবরের চর ইউনিয়নে বনশ্রীর জন্ম। ১৯৯৪ সালে ‘সোহরাব-রুস্তম’ সিনেমার মাধ্যমে তিনি রুপালি পর্দায় পা রাখেন। এতে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর মান্না, আমিন খান ও রুবেলের মতো জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে তিনি এক ডজনেরও বেশি সিনেমায় অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মহা ভূমিকম্প’।

চলচ্চিত্র জীবন শেষে বনশ্রী তার নিজ এলাকা মাদারীপুরের শিবচরে ফিরে আসেন এবং আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়ে বসবাস করতেন। সেখানেই তিনি তার জীবন সংগ্রামের ইতি টানলেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ