Views Bangladesh Logo

সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

সরকারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদসহ ১৮ জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

সোমবার (১৮ আগস্ট) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে উপসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ৩ জন ডিআইজি, ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার (এসপি), ৪ জন অতিরিক্ত এসপি ও ১ জন সহকারী এসপি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারা অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হলো। এ সময় তারা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ