Views Bangladesh Logo

নরসিংদীতে ছাত্রলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

রসিংদীর বেলাবোতে নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার নাগের বাজার এলাকায় একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি মো. আজিমুল কাদের ভূইয়া (৪০) ছিলেন বাজনাব ইউনিয়নের বাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় তিনি একজন পোল্ট্রি খামার ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরের দিন পরিবারের পক্ষ থেকে বেলাব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

স্থানীয়রা বৃহস্পতিবার রাতে ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করলে পরিবার তাকে শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার জানায়, নিখোঁজ হওয়ার ১৫ দিন আগে আজিমুল কাদের ভূইয়া খামারে দু’জন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। একজনের নাম রুবেল, অপরজনের পরিচয় অজানা। নিখোঁজের পর শ্রমিক দুজন এবং খামারের সব মুরগিও অদৃশ্য হয়ে যায়।

বেলাবো থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানিয়েছেন, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বস্তাবন্দী করে ডোবায় ফেলে রাখা হয়েছে। রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ