বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ব্যবসায়ী জাহেদুল ঢাকায় গ্রেপ্তার
চট্টগ্রাম বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদুল হককে ঢাকায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাহেদুল বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। এছাড়া, তিনি চট্টগ্রাম চেম্বার্স অব কমার্স এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)এর সদস্য।
পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা জাহেদুল হকের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা, ব্যাংক জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটানো ও জমি দখলের অভিযোগ রয়েছে।
২০২৫ সালের ৪ জুলাই রাতে চট্টগ্রাম নগরের চিটাগাং ক্লাবের মূল ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুবশক্তি ও এনসিপি’র নেতা-কর্মীরা জাহিদুলের গ্রেপ্তারের দাবিতে অবস্থান নেন। তাদের অভিযোগ ছিল, জাহেদুল হক ‘জুলাই আন্দোলন’-এর সময় একাধিক হত্যা মামলার আসামি। ওই দিন ক্লাবে তার ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হলে পরদিন তিনি বিদেশে চলে যান। তবে সম্প্রতি তিনি দেশে ফেরেন।
পুলিশ জানায়, জাহেদুল হক চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও খুলশী থানায় জুলাই অভ্যুত্থানে হামলার এজাহারভুক্ত আসামি। রাজধানীর ধানমন্ডি থানায়ও তার রিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামের আদালতে মামলা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে