চেক জালিয়াতির মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেপ্তার
চেক জালিয়াতির দুই মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি এম. শামসুদ্দোহাকে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ‘ওয়ান্ডারলা গ্রিন পার্ক’ রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশ।
নওয়াবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৫ কোটি টাকার চেক সংক্রান্ত মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শামসুদ্দোহাকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শামসুদ্দোহা একাধিক মামলায় অভিযুক্ত, যার মধ্যে অন্তত সাতটি বাতিল চেক সংক্রান্ত। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কয়েকটি মামলা রয়েছে।
এর আগে দুদকের তদন্তে প্রকাশ পেয়েছিল, শামসুদ্দোহা এবং তার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের অবৈধ সম্পদের পরিমাণ প্রায় ৩০.৩৫ কোটি টাকা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে