Views Bangladesh Logo

সুন্দরবন ভ্রমণে ‘হার্ট অ্যাটাকে’ বিদেশি পর্যটকের মৃত্যু

পূর্ব সুন্দরবনের কচিখালীতে একটি ট্যুরিস্ট জাহাজে আয়ারল্যান্ডের নাগরিক এক নারী পর্যটক মারা গেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিলাসবহুল ট্যুরিস্ট জাহাজ ‘এমভি আলাস্কা’য় এ ঘটনা ঘটে। বন বিভাগের ধারণা, পর্যটক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, সকাল ১১টার দিকে জাহাজ নোঙর করার পর আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নোইলিন (৫৭) কেবিনে যান। জাহাজের স্টাফ তার জন্য কফি নিয়ে গিয়েছিলেন। তখন কেবিনের বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। জাহাজে থাকা একজন পর্যটক চিকিৎসক পরীক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রানা দেব আরও জানান, মৃত পর্যটকের সঙ্গে তার বাংলাদেশি স্বামীও ছিলেন। শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, খবর পেয়ে ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ট্যুর অপারেটর অব সুন্দরবন (টোয়াস)-এর সেক্রেটারি নাজমুল আযম জানান, ‘এমভি আলাস্কা’ জাহাজে মোট ৭৫ জন পর্যটক ছিলেন। শুক্রবার খুলনা থেকে যাত্রা শুরু করা এই জাহাজে ছিলেন ৭৪ জন বাংলাদেশি ও একজন বিদেশি।

পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, শরণখোলা রেঞ্জ সদর থেকে বন বিভাগের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ