Views Bangladesh Logo

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশন ও ভিসা সেন্টারে হামলা, ভাঙচুর ও সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়। এ সময় ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পরিসীমা ও হাইকমিশনারের বাসভবনের বাইরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের বিষয়ে ভারতের সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনাতেও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশ সরকার কূটনৈতিক স্থাপনায় পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকি এবং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার নীতির পরিপন্থী।

এ সময় বাংলাদেশ সরকার ভারতের সরকারের প্রতি আহ্বান জানায়, এসব ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করতে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে।

বাংলাদেশ সরকার আশা প্রকাশ করে জানায়, আন্তর্জাতিক ও কূটনৈতিক দায়বদ্ধতার আলোকে ভারত সরকার অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে এবং কূটনৈতিক কর্মী ও প্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ