বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ দাঁড়ায় ৩১ বিলিয়ন ৩৩ লাখ ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়ায় ২৬ বিলিয়ন ৩১ লাখ ডলার। রোববার এই হিসাব ছিল যথাক্রমে ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ও ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।
এর আগে চলতি বছরের জুলাইয়ের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ২০২ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ নেমে এসেছিল সর্বনিম্ন ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। বিপিএম–৬ অনুযায়ী তা দাঁড়ায় ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।
রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংস্থার ঋণ প্রাপ্তির কারণে জুন শেষে গ্রস রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার হয়েছিল—যা গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। বিপিএম–৬ হিসাবেও ওই সময়ে রিজার্ভ দাঁড়িয়েছিল ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলারে।
কেন্দ্রীয় ব্যাংক ২০২৩ সালের জুন থেকে আইএমএফের শর্ত মেনে বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ প্রকাশ শুরু করে। তখন রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। এর আগে সর্বশেষ ২০২৩ সালের মার্চের শুরুতে রিজার্ভ ৩২ বিলিয়নের নিচে নেমেছিল।
উল্লেখ্য, দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে—৪৮ বিলিয়ন ডলার। সেখান থেকে ধারাবাহিক পতনের মধ্যে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে, গত জুলাই শেষে তা নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। তবে সরকার পরিবর্তনের পর কঠোর অর্থপাচার নিয়ন্ত্রণ ও হুন্ডি কমে আসায় প্রবাসী আয় বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রায় ২৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে। চলতি অর্থবছরের ২০ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৬ শতাংশ বেশি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে