নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, নির্বাচনী হলফনামায় শুধু দেশি নয়, বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে । তিনি বলেন, আমরা সম্পদের বিবরণী চাচ্ছি, সেখানে বিদেশি সম্পদের হিসাব না দিলে তা অন্যায় হবে। কারো যদি অনুপার্জিত অর্থ থাকে সেটাও আমাদের কাজের অন্তর্ভুক্ত।
রোববার (২৩ নভেম্বর) সকালে সিলেটের দুদক বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুদকের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি উল্লেখ করেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি সম্পত্তি ৫.২ একর হিসেবে প্রদর্শিত হলেও অনুসন্ধানে তা ২৯ একর পাওয়া যায়। তবে সেই সময় নমিনেশন বাতিল করা হয়নি। দুদক তদন্ত করলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করতে পারেনি।
দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনে সৎ প্রার্থীকে নির্বাচিত করতে হবে; প্রার্থীর দলের সদস্যতা নয়, তার সততা যাচাই করাই গুরুত্বপূর্ণ। প্রার্থীদের হলফনামায় দেশি-বিদেশি আয়ের হিসাব দিতে হবে। কেউ তা গোপন করলে, দুদক তা প্রকাশ করতে গণমাধ্যমের সহযোগিতা চায়।
সিলেটের কার্যালয় উদ্বোধনের প্রসঙ্গে তিনি বলেন, 'যদি এই ভবন তৈরি না করতাম, তাতেও আমি খুশি হতাম। সিলেট পুণ্যভূমি, এই পুণ্যভূমিতে দুদকের অফিস থাকা উচিত নয়। যদি আমরা সবাই সৎ ও ধর্মানুগ হওতাম, দুর্নীতি হতো না এবং অফিসের প্রয়োজনও হতো না। তবে যেহেতু কিছু বিচ্যুতি ঘটেছে, তাই অফিসের দরকার পড়েছে।'
তিনি আরও বলেন, দুদক বিচারকারী না। দুদকের দায়িত্ব মামলার তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন আর বিচারের দায়িত্ব আদালতের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে