ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শনিবার (২২ নভেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে উপদেষ্টার দপ্তরের প্রেস উইং এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
তাদের বৈঠকে কী আলোচনা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।
প্রধানমন্ত্রী তোবগে শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছান। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান। ভিআইপি লাউঞ্জে তাদের সংক্ষিপ্ত বৈঠক হয়। এরপর তোবগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিকেল ৩টায় তেজগাঁওয়ে উপদেষ্টার দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে তাঁর একটি ব্যক্তিগত বৈঠক হবে। সন্ধ্যায় তাঁর সম্মানে আনুষ্ঠানিক ভোজ অনুষ্ঠিত হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে