Views Bangladesh Logo

মালয়েশিয়া সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

সিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের সভায় যোগ দিতে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া জানান, মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। আগামী ১২ জুলাই উপদেষ্টার ঢাকায় ফেরার কথা রয়েছে।

জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে দেশটির গণমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে এই সফরটি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র জানায়, এআরএফ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি উপদেষ্টা তৌহিদ হোসেন মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে পারেন। বৈঠকে গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বিষয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে আলোচনা হতে পারে।

আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সম্ভাব্য সফর নিয়েও  দুই দেশের মধ্যে প্রাথমিক আলোচনা হওয়ার সম্ভাবনা আছে।

কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, পররাষ্ট্র উপদেষ্টা এআরএফের প্রোগ্রামের জন্য কুয়ালালামপুর সফরে গেলেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশিদের আটক এবং আগস্টে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আলোচনা করতে এ সফরটি তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, আগামী ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় এআরএফ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ