অপুকে দিয়ে জোরপূর্বক চাঁদাবাজির স্বীকারোক্তির ভিডিও বানানো হয়েছে, দাবি স্ত্রীর
গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে চাঁদাবাজির অভিযোগে গত ১ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী বৃষ্টি। সংবাদ সম্মেলনে স্ত্রী বৃষ্টি অভিযোগ করেন, বুধবার রাতে বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে অপুকে দিয়ে ওই ভিডিও রেকর্ড করান।
বৃষ্টি জানান, ৩১ জুলাই রাত সাড়ে ১১টা থেকে পরদিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত অপু নিখোঁজ ছিলেন। এই সময় তাকে একটি অজ্ঞাত স্থানে নেয়া হয়। ‘৩৫ মিনিটের যে স্বীকারোক্তির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে, তা সেখানেই জোরপূর্বক রেকর্ড করানো হয়,’ বলেন তিনি।
তার দাবি, ১ আগস্ট সকাল সাড়ে ৭টায় গোপীবাগের একটি বাড়ির সামনে থেকে অপুকে আটক করা হলেও রাত ১১টার পর গ্রেপ্তার দেখানো হয়। ওই সময়ে চার ঘণ্টা ও চার দিনের রিমান্ডে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। পাশাপাশি, পুলিশ ও ডিবির পক্ষ থেকে তাদের পরিবারকেও হয়রানি করা হয়েছে।
বৃষ্টি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি স্বার্থান্বেষী চক্র তাদের স্বার্থসিদ্ধির জন্য অপুকে ব্যবহার করছে।’ তিনি অভিযোগ করেন, ‘ইশরাক হোসেনের বাসার সামনেই অপুকে আটক করে জোরপূর্বক ভিডিও করানো হয়।’ অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির ঘটনার পর ‘আত্মগোপনে থাকা অবস্থায়’ ভিডিওটি ধারণ করেছিলেন জানে আলম অপু। ৩৫ মিনিটের ওই ভিডিওতে ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করেছেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে