Views Bangladesh Logo

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো দিয়াগো জোতার মৃত্যু

Sports Desk

ক্রীড়া ডেস্ক

স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা (২৮)। এই দুর্ঘটনায় তার ছোট ভাই ২৬ বছর বয়সী আন্দ্রেও নিহত হন বলে নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

জানা গেছে, বুধবার (২ জুলাই) মধ্যরাতে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরা শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

কাস্তিয়ায় লিওন অঞ্চলের ফায়ার সার্ভিস জানায়, মধ্যরাতে একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং মুহূর্তের মধ্যে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এক বিবৃতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন বলেছে, ‘আমরা দুইজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। তাদের মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা প্রতিদিন তাদের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে চেষ্টা করব।‘

যদিও স্প্যানিশ পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করেনি। তবে সকল আলামত থেকে ধারণা করা হচ্ছে, গাড়িতে ছিলেন দিয়েগো জোটা ও তার ভাই আন্দ্রে।

তাদের মরদেহ স্থানীয় জামোরা ফরেনসিক ইউনিটে নেয়া হয়েছে, যেখানে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, এই দুর্ঘটনার কয়েক দিন আগে গত ২৮ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন জোতা।

মারা যাওয়ার আগে লিভারপুলের হয়ে গত মৌসুমে দলকে প্রিমিয়ার লিগ জেতান জোতা। এর আগেও লিভারপুলকে এফএ কাপ ও লিগ কাপ জেতান জোটা।

২০২০ সালে উলভস থেকে লিভারপুলে যোগ দেন। এরপর ক্লাবটির হয়ে ১৮২ ম্যাচে ৬৫টি গোল করেন জোতা। এ ছাড়াও পর্তুগালের হয়ে তিনি ৪৯ বার মাঠে নামেন এবং দুইবার দলকে উয়েফা নেশনস লিগ শিরোপা জেতান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ